রাশিফল – কোন মাসে কোন রাশি
রাশিফল ২০২৫ দেখতে এখানে ক্লিক করুন আজ আপনাদের সাথে রাশিফল নিয়ে কথা বলবো । কোন মাসে জন্ম হলে কি রাশি হয় এটা আপনাদের জানাবো । আমরা আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের জীবনের খুবই সতর্ক থাকি এবং অনেক চিন্তা ভাবনাও করি । বিয়ের ক্ষেত্রে কোন শুভ কাজের ক্ষেত্রে আমাদের অনেক চিন্তা হয় কি করলে ভালো হবে কিভাবে করলে ভালো হবে। এর জন্য অনেকেই আমরা রাশিফল দেখে থাকি এবং রাশিফল অনুযায়ী কাজ করি যেনো জীবনে কোন খারাপ কিছু না হয়।
সূচিপত্র বিশেষ করে হিন্দু সমাজের মানুষ দিতে যে কোন সহ কাজের ক্ষেত্রে তারা আগে রাশিফল নির্ণয় করে । আজকে আপনাদের সাথে রাশিফল নিয়ে আলোচনা করব জানব কিভাবে রাশিফল নির্ণয় করা হয় ।
রাশিফল নকশার গঠন
যুগ যুগ আগে থেকেই মানুষ রাশিফল নির্ণয় করে থাকে । রাশিচক্র সাধারণত ৩৬০ ডিগ্রী ঘূর্ণনশীল বৃত্ত ১২ টি বিভাগের বিভক্ত করা হয়েছে । ১২ টি রাশিচক্র বা রাশিচক্রের নক্ষত্রিক এই রাশিচক্র । রাশিচক্রের প্রতিটি বিভাগ ৩০ ডিগ্রি কোণের জায়গা দখল করে রয়েছে ।
আপনার চেহারা , বুদ্ধি, সম্পদ সৃজনশীলতা এসব কিছুই রাশিফলের রাশিচক্রের সাথে জড়িত রয়েছে । রাশিফল অনুযায়ী আপনার সম্পদ আপনার দৈনন্দিন চলাফেরা সবকিছু নির্ণয় করা হয়ে থাকে এটা হিন্দু সমাজের খুব মেনে চলে ।
জ্যোতিষীরা যেভাবে রাশিফল নির্ণয় করে
বৈদিক জ্যোতিষীদের মতামত অনুযায়ী জন্মের সময় বিভিন্ন গ্রহ নক্ষত্র যেমন চাঁদ সূর্য এসবের উপর ভিত্তি করে রাশিফল নির্ণয় করা হয়ে থাকে । এই গ্রহ নক্ষত্রের উপর ভিত্তি করে চার্ট তৈরি করা হয়ে থাকে । জ্যোৎসি যখন রাশি প্রদান করে তখন ভারত প্রত্যেকটি ঘরকে উপযুক্ত করে শ্বাসী প্রদান করে ।
জ্যোতিষ দিকআপনার নাম জন্মস্থান ও সময় দেখে বুঝতে পারে বারটি রাশি চক্রের মধ্যেও আপনার রাশি কোনটি থেকে উদয় হয়েছে । বারোটি ঘরের এই রাশিচক্র একটি নকশাই নকশিত করা আছে । এটি একটি নকশা আকারে প্রকাশ করা হয়েছে ।
আরো পড়ুন : গরমে ত্বকের যত্ন ঘরোয়া উপায়
রাশিফল নির্ণয়
জ্যোতিষীরা গণনার মাধ্যমে রাশিফল নির্ণয় করে থাকেন । তারার নাম জন্মস্থান সময় এসব কিছু দেখে গণনা করেন এবং গণনার মাধ্যমে রাশিফল নির্ণয় করে থাকেন । কিন্তু আধুনিক সময়ে এসে জ্যোতিষীরা জন্ম সালের মাধ্যমে রাশিফল নির্ণয় করা একটি সহজ পদ্ধতি বের করেছে । আজ আমি আপনাদের জন্ম সাল অনুযায়ী রাশিফল নির্ণয় করে দেখাবে। নিচে রাশিফল দেখানো হলোঃ
- জানুয়ারি ২১ - ফেব্রুয়ারি ১৯ (কুম্ভ রাশি)
- ফেব্রুয়ারি ২০ - মার্চ ২০ (মীন রাশি)
- মার্চ ২১ - এপ্রিল ২০ (মেষ রাশি)
- এপ্রিল ২১ - মে ২১ (বৃষ রাশি)
- মে ২২- জুন ২১ (মিথুন রাশি)
- জুন ২২- জুলাই ২৩ (কর্কট রাশি)
- জুলাই ২৪ - আগস্ট ২৩ ( সিংহ রাশি )
- আগস্ট ২৪ - সেপ্টেম্বর ২৩ ( কন্যা রাশি )
- সেপ্টেম্বর ২৪ - অক্টোবর ২৩ ( তুলা রাশি )
- অক্টোবর ২৪ - নভেম্বর ২২ ( বৃশ্চিক রাশি )
- নভেম্বর ২৩ - ডিসেম্বর ২১ ( ধনু রাশি )
- ডিসেম্বর ২২ - জানুয়ারি ২০ ( মকর রাশি )
কুম্ভ রাশি
জানুয়ারি মাসের ২১ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে সাধারণত কুম্ভ রাশির আওতার পরে । কুম্ভ রাশির মানুষ স্পষ্ট ভাবে কথা বলতে পছন্দ করে ।
মীন রাশি
ফেব্রুয়ারি মাসের ২০ তারিখ থেকে মার্চ মাসের ২০ তারিখের মধ্য জন্মগ্রহণ করে থাকলে এ সময়ের জন্মগ্রহণ করা মানুষ মীন রাশির হয়ে থাকে ।
মেষ রাশি
মার্চ মাসের ২১ তারিখ থেকে এপ্রিল মাসের ২০ তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে সেই মানুষ মেষ রাশি হয়ে থাকে । মেষ রাশির মানুষ সাধারণত কাজে কর্মে উৎসাহী হয়ে থাকে ।
বৃষ রাশি
এপ্রিল মাসের ২১ তারিখ থেকে মে মাসের ২১ তারিখের মধ্য জন্মগ্রহণ করলে সেই শিশু বৃষ রাশির অন্তর্ভুক্ত নিয়ে থাকে । নিঃশ্বাসের মানুষ প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রক্ষা করার আপ্রাণ চেষ্টা করে ।
মিথুন রাশি
যে মানুষ মে মাসের ২২ তারিখ থেকে তিন মাসের ২১ তারিখের মধ্যে জন্মগ্রহণ করে সে মানুষ মিথুন রাশি হয়ে থাকে ।
কর্কট রাশি
যে শিশু জুন মাসের ২২ তারিখ থেকে জুলাই মাসের ২৩ তারিখের মধ্যে জন্মগ্রহণ করে সাধারণত সে কর্কট রাশি অন্তর্ভুক্ত হয় ।
সিংহ রাশি
সাধারণত জুলাই মাসে ২৪ তারিখ থেকে আগস্ট মাসে ২৩ তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে সে মানুষ সিংহ রাশি হয়ে থাকে । সিংহ রাশির মানুষের বন্ধু-বান্ধব বেশি হয়ে থাকে সবার সাথে মিশতে ভালোবাসা ।
কন্যা রাশি
কন্যা রাশির মানুষ সাধারণত আগস্ট মাসের ২৪ তারিখ থেকে সেপ্টেম্বর মাসে ২৩ তারিখের মধ্যে জন্মগ্রহণ করেন । এই রাশির মানুষের সাধারণত বন্ধু-বান্ধব বেশি হয়ে থাকে ।
তুলা রাশি
যে মানুষ সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ থেকে অক্টোবর মাসের ২৩ তারিখের মধ্যেও জন্মগ্রহণ করে হেই মানুষ তুলা রাশি হয়ে থাকে ।
বৃশ্চিক রাশি
অক্টোবর মাসের ২৪ তারিখ থেকে নভেম্বর মাসের ২২ তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে সে মানুষ বৃশ্চিক রাশির আওতায় অন্তর্ভুক্ত হয় ।
ধনু রাশি
যে মানুষ নভেম্বর মাসের ২৩ তারিখ থেকে ডিসেম্বর মাসের ২১ তারিখের মধ্যে জন্মগ্রহণ করে সেই মানুষ ধনু রাশি হয়ে থাকে বলে আমরা মনে করি ।
মকর রাশি
ডিসেম্বর মাসের ২২ তারিখ থেকে জানুয়ারি মাসের ২০ তারিখে মধ্যে জন্মগ্রহণ করলে সে মানুষ মকর রাশি বলে জ্যোতিষীবীদ মনে করে ।
ওপরে আপনাদের জন্ম তারিখ অনুযায়ী রাশিফল দেখানো হলো আশা করি আপনাদের ভাল লেগেছে ।
রাশিফল সম্পর্কে আরো কিছু কথা
চাঁদ সূর্য তারা ও বিভিন্ন গ্রহ নক্ষত্রের গবেষণার মধ্যে দিয়ে রাশিফল নির্ণয় করে জ্যোতিষ বিদ । আমরা জানি গ্রহ নক্ষত্র সব সময় জায়গা বদল করে এই জায়গা বদলের সাথে সাথে রাশিফল এর গণনাও বদলে যায় । জ্যোতিষী বা বৈদিক রা গ্রহ নক্ষত্র গণনার মাধ্যমে মানুষের ভাগ্য নির্ধারণ করে । আধুনিক হিন্দু সমাজ এই রাশিফল কে খুব গুরুত্ব দেয় ।
জ্যোতিষী শাস্ত্র এমন একটি শাস্ত্র এই শাস্ত্র পাঠ করে জ্যোতিষীরা গ্রহ নক্ষত্র জন্মস্থান সময় এই সব কিছু গণনা করে তারা মানুষের রাশিফল নির্ণয় করে । আপনি হিন্দু সমাজের মানুষ বিয়ে বা যেকোনো ভিভো তাদের ক্ষেত্রে রাশিফল দেখে বের হয় ।
শুধু হিন্দু মানুষই নয় এমন অনেক মুসলিম মানুষ আছে যার রাশিফল বিশ্বাস করে। খুব গুরুত্ব দেয় । আমরা জানি আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে আমাদের সৃষ্টিকর্তা কিন্তু তারপরও আমরা অনেকেই রাশিফল দেখে থাকি ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url