OrdinaryITPostAd

পহেলা বৈশাখ নিয়ে প্রতিবেদন

আমাদের দেশের প্রতিটা মানুষ আমরা মনে প্রানে বাঙ্গালি । প্রতি বছর আমাদের একটা উৎসব আসে আর সেটি হল পহেলা বৈশাখ । আমরা প্রতিটা মানুষ পহেলা বৈশাখ নিয়ে একটু বেশি উৎসাহী হয়ে থাকি । বাংলা নব বর্ষের এই দিনটাকে আমরা বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বরন করে নেই । 


ছবি

সূচিপত্রগ্রামে গ্রামে মেলা বসে, বিভিন্ন জায়গায় কন্সার্ট হয়, বিভিন্ন বিদ্যলয়ে উৎসবের মধ্যে দিয়ে এই দিনটাকে আমরা পালন করি । আর ও  অনেক কিছু সেসব এখন আপনাদের সামনে তুলে ধরবো ।  

আরো পড়ুন : নাটোরের বনলতা সেন আসলে কে ছিলেন

মঙ্গল শোভাযাত্রা 

নব বর্ষের দিন সকাল বেলা  মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের উৎসব শুরু করা হয়ে থাকে । সকল পেশার মানুষ জন এই শোভাযাত্রায় অংশ গ্রহন করে থাকে । সব মানুষ বিভিন্ন ধরনের মুখোশ পরে অনেক আনন্দের সাথে মঙ্গল শোভাযাত্রা করে থাকে । বাঙালি পোশাক পরে বাঙালি সাজে সবাই এই শোভাযাত্রায় আংশ গ্রহন করে থাকে । জন গনের এই মহা স্রোতের নামি হলো মঙ্গল শোভাযাত্রা ।সবার ধর্ম বর্ণ  সব ভেদাভেদ ভুলে এই উৎসবে অংশ গ্রহন করে থাকে ।




রমনার বটমূল 

বাংলা নব বর্ষ মানেই উৎসবের সাঁজ । মঙ্গল শোভাযাত্রার পরেই সবাই এসে ভির জমায় রমনার বটমূলে ।রমনার বটমূলে বিভিন্ন গান ও আনন্দের মধ্যে দিয়ে পহেলা বৈশাখের এই দিনটি পালন করা হয়ে থাকে ।আমরা যেটাকে রমনার বটমূল বলি ওই গাছটা বট গাছ না ওই গাছটা মূলত অশথ গাছ । রমনার বটমূলে গান , কবিতার কথায় বর্ষ বরণের বাধ ভাঙ্গা উচ্ছ্বাস চলে সারাদিন । 

আরও পড়ুন ঃ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য 

পান্তা ইলিশ 

আমরা বাঙ্গালিরা আবেগ প্রবণ পহেলা বৈশাখ আমাদের একটা  আবেগ । মঙ্গল শোভাযাত্রা আর রমনার বটমূলই শেষ নয় এর পর চলে আমাদের বাঙালি খাবার পান্তা ইলিশ । সব মানুষ এই দিন কাঁচা মরিচ ,পান্তা,ইলিশ,আলু ভর্তা এসব খেয়ে থাকে ।মাটির থালায় পান্তা ইলিশ খাওয়ার মজাই যেন অন্য রকম ।পহেলা বৈশাখে পান্তা ইলিশ না খেলে মনে হয় বাঙ্গালির বৈশাখ পালন হয়ই না ।




আরো পড়ুন ঃ শীতকালে যেভাবে ত্বকের যত্ন নেব

গ্রামের উৎসব 

নববর্ষের উৎসব শুধু রমনার বটমূলেই থেমে নেই প্রতিটা গ্রামেও চলে এই উৎসব । গ্রামে গ্রামে হয় মেলা সেই মেলায় নাগর দোলা আসে এমন আরও অনেক খেলনা আসে । বিকেল বেলা ছোট ছোট ছেলে মেয়েরা ছুটে যায় সেই মেলায় । নাগর দোলায় ওঠে , চরকি ঘোরায় ,বিভিন্ন খাবার জিনিস কিনে খায় আনন্দের বাঁধ ভাঙ্গে । ছোট বড় সবাই বৈশাখী মেলায় যায় সব মানুষ যেন পহেলা বৈশাখের অপেক্ষায় থাকে সারা বছর ।

আরও পড়ুন ঃ আমার জীবনের লক্ষ্য 

মৃৎ শিল্প 

মৃৎ শিল্প আমাদের মাটির ঘ্রান । আমাদের বাঙ্গালিদের লকশিল্পের মধ্যে প্রাচীন তম ঐতিহ্য হল মৃৎ শিল্প । পহেলা বৈশাখে যখন মেলা হয় প্রতিটা মেলায় মৃৎশিল্প এর বিভিন্ন কারুকার্য করা জিনিস ওঠে ।  মানুষ  এখনো এই ঐতিহ্য ভুলে যায় নি । বাঙ্গালির প্রানের উৎসব পহেলা বৈশাখের মূল আকর্ষণ এই মাটির জিনিস পত্র । সবাই মাটির কিছু না কিছু কিনে বাড়িতে নিয়ে যায় ,বিভিন্ন ধরনের জিনিস ওঠে মেলায় , মাটির হারি, থালা, বাতি, মাছ, হাতি, ঘোড়া এমন অনেক খেলনা ওঠে । মেলার অন্যতম আকর্ষণ মাটির জিনিস । মৃৎশিল্প আমাদের ঐতিহ্য, আমাদের অহংকার ।

শেষ মন্তব্য 

আমরা বাঙালি বাংলা আমাদের অহংকার । পহেলা বৈশাখ আমাদের বাংলা নব বর্ষ এই দিন টাকে আমরা বিভিন্ন উৎসবের মধ্যে দিয়ে পালন করে থাকি ।পহেলা বৈশাখ আমাদের জন্য একটা আবেগ যে যেভাবে পারি এই দিন আমরা আনন্দ উৎসব করি। পহেলা বৈশাখ নিয়ে আপনাদের মাঝে অল্প কিছু কথা তুলে ধরলাম ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪