শীতকালে যেভাবে ত্বকের যত্ন নেব ।
আমরা জানি শীতকালে বাতাসের আদ্রতা থাকে যার জন্য ত্বক অনেক শুষ্ক হয়ে ওঠে । আমরা সবাই চাই আমাদের তর যেন খুব সুন্দর মসৃণ থাকে । কিন্তু কিভাবে ত্বকের যত্ন নেবো এটা আমরা অনেকেই জানিনা । শীতের সময় আমাদের অনেকের ত্বকে ছোট ছোট কালো কালো ছোপ ছোপ দাগ দেখা দেয়। তাই শীতকালে আমরা কিভাবে আমাদের ত্বকের যত্ন নেব আজ আমরা এই বিষয়েই তোমাদের জানাবো ।
সূচিপত্রতাই শীতকালে আমরা কিভাবে আমাদের ত্বকের যত্ন নেব আজ আমরা এই বিষয়েই তোমাদের জানাবো ।
বেশি পানি পান করুন
শীতের সময় বাতাসের আর্দ্রতার কারণে ত্বক শুষ্ক হয়ে ওঠে। ত্বক ভালো রাখার একমাত্র উপায় হল বেশি বেশি পানি পান করা। শীতের সময় ত্বক ড্রাই হয়ে গেলে তখন খসখসে হয়ে যায় আমাদের ত্বক । ত্বকের এই খসখসে ভাব দূর করার জন্য আমাদের উচিত বেশি বেশি পানি পান করা । পানি শূন্যতা আমাদের ভেতর থেকে আদ্রতা ঘুমিয়ে তো শুষ্ক ও খসখোষ করে তুলে । তাই ত্বক ভালো রাখতে আমাদের সবসময় বেশি বেশি পানি পান করতে হবে ।
আরও পড়ুন ঃ গরমের সময় ত্বকের যত্ন
সানস্ক্রিন লাগান
শীতের সময় বাহিরে গেলে বাহিরের বাতাস এবং সূর্যের বেগুনি রশ্মি আমাদের ত্বকে নিষ্প্রাণ করে তোলে । তাই বাহিরে যাওয়ার আগে আমাদের একটা সানস্ক্রিন মুখে লাগিয়ে তারপরে বাহিরে যাওয়া উচিত । ভালো মানের একটা সানস্ক্রিন আমাদের ত্বককে সূর্যের বেগুনি রশ্মি থেকে রক্ষা করে । তাই বাহিরে যাওয়ার আগে আমরা চেষ্টা করব একটা ভালো মানের সানস্ক্রিন মুখে লাগিয়ে বের হতে ।
ত্বকে মধুর ব্যবহার
তুমি অবশ্যই জানো মধু ত্বকের জন্য কতটা উপকারী । যাদের ড্রাই স্কিন তারা বিশেষ করে মধু লাগালে অনেক উপকারিতা পাবে । তোমার তো যদি ট্রাই হয়ে থাকে খুশখুসে ভাব থাকে শুষ্ক হয়ে থাকে তাহলে মধু লাগিয়ে দিতে পারো । মধু ত্বককে আদ্রতার হাত থেকে রক্ষা করে । মধু ত্বকের ন্যাচারাল গ্লো ফিরিয়ে নিয়ে আসে ।
ত্বকের যত্নে টমেটো
আমাদের ত্বকের আরেকটি উপকারী জিনিস হলো টমেটো । টমেটো অনেক উপকারী কাজে লাগে যেমন টমেটো রসের সাথে মধু মিশিয়ে মুখে লাগালে ত্বকের আদ্রতা দূর হয়ে যায় ত্বক ন্যাচারালি গ্লো ফিরে পায় । রাতে ঘুমানোর আগে টমেটো রসের সাথে মধু মিশিয়ে মুখে লাগালে মুখ ন্যাচারাল গ্লো ফিরে পায় অনেক সুন্দর ফর্সা হয় এবং ড্রাই নেস দূর হয় ।
আরো পড়ুনঃ পহেলা বৈশাখ নিয়ে প্রতিবেদন
এলোভেরার ব্যবহার
ত্বকের যত্নে আমাদের আরেকটি প্রয়োজনীয় জিনিস হল বেসন । বেসন শুধু রান্নার কাজে লাগে না এটি আমাদের ত্বকে অনেক উপকার করে । ত্বকে ভেতর থেকে ফর্সা করে । বেসন হলুদ গুড়া ও মধু মিশিয়ে মুখে লাগালে মুখের ত্বক অনেক সুন্দর হয়ে ওঠে ।
উপসংহার
আমরা সবাই চাই আমাদের ত্বক ভালো রাখতে বিশেষ করে শীতের সময় । আমাদের তক রুক্ষ হয়ে যায়, নিষ্প্রাণ হয়ে যায্ আর বাতাসের আদ্রতা শুষ্ক হয়ে ওঠে । শীতের রূপচর্চা নিয়ে আমরা অনেক চিন্তিত থাকি । আমরা চাই আমাদের ত্বকে উজ্জ্বল দেখতে সুন্দর দেখতে ন্যাচারাল গ্লো দেখতে । তাই শীতের সময় আমাদের একটু বেশি ত্বকের যত্ন নিতে হয় । এজন্য আমরা বেশি বেশি পানি পান করব । তবে ড্রাই হয়ে গেলে মুখে মধু লাগাবো এতে করে ত্বক ভালো থাকবে । শীতকালে এভাবেই আমরা আমাদের ত্বকের যত্ন নেব ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url