বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য । প্রাকৃতিক দৃশ্য
অপরুপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের বাংলাদেশ । সুজলা সফলা শস্য শামলা আমাদের এই বাংলাদেশ । আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ এই দেশে নদী- নালা , পাহার- পর্বত , ফসলের মাঠ এই সব কিছুই যেন মন-প্রাণ জুরিয়ে দেয় । আপনারা কি কখনো প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছেন ?
গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য
আমাদের দেশ কৃষি ভিত্তিক দেশ । চারদিকে ফসলের মাঠ , সবুজে ঘেরা ফসলের মাঠ । যারা গ্রামে বড় হয়েছে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারে । প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের গ্রাম বাংলা । সবুজের সমারোহে ভরা গ্রাম বাংলা ।গ্রামের ছেলে মেয়েরা মুক্ত আকাশের নিচে মুক্ত ভাবে ঘুরে বেরায় ।আপনার যদি কখনো মন খারাপ হয় বিকেল বেলা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে দেখবেন মন ভালো হয়ে যাবে । যদি মন ভালো না হয় তাহলে সাবধান আপনার মানসিক গুনাবলি লোপ পেতে চলেছে ।
আরও পড়ুন ঃ গরমের সময় ত্বকের যত্ন
পাহাড়ের সৌন্দর্য
আমদের স্রস্টার সৃষ্টি যে কত সুন্দর সেটা বুঝতে একবার প্রাকৃতিক সৌন্দর্যের দিকে লক্ষ্য করবেন । তার মধ্যে একটা হল বাংলাদেশের পাহার পর্বত, আপনি যদি কখনো পাহাড়ে যান দেখবেন সেখানের পরিবেশ কত সুন্দর ।সবুজে ঘেরা উচু উচু পাহাড় ,পাহাড়ি মানুষ, পাহাড়ি ঝর্ণা সব কিছু মিলিয়ে মনমুগ্ধ কর একটা পরিবেশ । পাহাড়ে গেলে দেখতে পাবেন পাহাড়ের সাথে মেঘের লুকোচুরি খেলা অপরূপ দৃশ্য , পাহাড়ের আকা বাকা পথ সব কিছু মিলিয়ে এমন পরিবেশে নিজেকে হারিয়ে ফেলবেন ।
চা বাগানের সৌন্দর্য
আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য আরো ভালো ভাবে উপভোগ করতে চান তাহলে চা বাগান - ঝর্ণা ঘুরে দেখতে পারেন । চা বাগানের অপরুপ সৌন্দর্য মানুষের নজর কারে মানুষকে আকৃষ্ট করে । ঢালু জমিতে চা এর চাষ করা হয় , চা একটি জনপ্রিয় পানীয় খাবার ।দূর থেকে দেখে মনে হবে পাহাড়ের শরীরে সবুজ শাড়ী জরানো অপরূপ প্রাকৃতিক দৃশ্য এক মুহূর্তে আপনার মনকে ভালো করে দেবে ।
ঝর্ণার সৌন্দর্য
বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অপরূপ আর একটা নজরকারা দৃশ্য হল বাংলাদেশের ঝর্ণা । এলোমেলো ভাবে বয়ে চলছে পাহাড়ের বুকে বড় বড় পাথরের ওপর দিয়ে ।সাদা পাঁথরের ওপর দিয়ে অবিরাম বয়ে চলছে এক জলধারা । তার শব্দে যেন মাতাল হয়ে যায় মানুষের মন সব ক্লান্তি যেন মুহূর্তে মুছে দেয় । গভীর জঙ্গল এবং পাহাড়ের ওপর দিয়ে এলোমেলো ভাবে ছুটে নদীর বুকে মিশে যাচ্ছে ।
আরও পড়ুন ঃ আমার জীবনের লক্ষ্য
প্রকৃতির সৌন্দর্য
আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম সুন্দর হল আমাদের প্রকৃতি । বর্ষাকালে বৃষ্টি হয় সারাদিন ঝিরি ঝিরি বৃষ্টি । শরত কালে আকাশে উরে বেরায় সাদা মেঘ-কাশ ফুল ফোটে চারদিকে সে যেন এক অন্য রকম সৌন্দর্য । বসন্ত কালে গাছে গাছে নতুন পাতা অনেক ফুল যেন নতুন যৌবন ফিরে পেলো প্রকৃতি ।শিতকালে ভোরের কুয়াশা খেজুরের রশ হরেক রকমের পিঠা হয় ।সব বড়িতে যেন উৎসব লেগে থাকে ।
উপসংহার
আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না । অপরুপ রুপে সজ্জিত আমাদের বাংলাদেশ । আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে নিজেকে প্রকৃতির মধ্যে বিলিয়ে দিন । আমি আপনাদের মাঝে প্রাকৃতির অল্প কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি মাত্র । সত্যি বলতে প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলে শেষ করা যাবে না ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url